লিড জেনারেশন কি ? ডাটা এন্ট্রি কি? এডমিন সাপোর্ট । ওয়েব রিসার্চ।

 লিড জেনারেশন কি








আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার নতুন করে লিড জেনারেশন কি , লেখা শুরু করছি।

অনেকে আমায় নক করেছেন ।এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আগেই বলেছি বর্তমানে সব থেকে জনপ্রিয় অনলাইন আয় এর মধ্যে এটি একটি অন্যতম। 

যারা এই বিষয় সম্পর্কে জানেন না, অর্থাৎ লিড জেনারেশন এর প্রাথমিক ধারনা আমার আগের পোস্টে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। আপনি চাইলে এক বার ঘুরিয়ে আসতে পারেন। আর যদি সম্পূর্ন ধারনা থাকে তাহলে সময় নষ্ট করার দরকার নেই।

আজ আমি আপনাদেরকে এই কাজের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সরাসরি কাজ শিখানোর ট্রাই করব। আপনি ধৈর্য সহকারে পড়তে থাকুন, এবং সেই সাথে প্রাক্টিকেল করতে থাকুন।

আশা করি আপনি একদিন সফল হবেন । আপনিও আপওয়ার্কের মত বড় অনলাইন মার্কেট প্লেসে টপ  ওয়ার্কার হতে পারবেন। এবং মাসে মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন।


তাহলে আপনি লিড জেনারেশন এ সফল হতে কি কি শিখবেন?

  •  ডাটা এন্ট্রি
  • ইমেইল রিসার্চ
  • এডমিন সাপোর্ট
  • লিংক বিল্ডিং
  • ওয়েব রিসার্চ
  • লিংকডিন রিসার্চ
  • ভার্চুয়াল এসিস্ট্যান্ট 


উপরের এই কয়েকটি ছাড়া আপনাকে অনেক টুলস ব্যাবহার করতে হবে। এসব টুলস অনেকে আবার ফ্রি ব্যাবহার করেন । আবার অনেকে টাকা দিয়ে পেইড টুলস ব্যাবহার করেন।

আমরা যেহেতু এখনো টাকা ইনাকাম করতে পারিনি, তাই প্রথমে ফ্রি টুলস ব্যাবহার করে কাজ শিখে টাকা আয় করব ইনশাল্লাহ। তারপর আমরাও পেইড টুলস ব্যাবহার করব। 

 সাধারণত  যেসব টুলস ব্যাবহার করতে হবে 

  • ইমেইল এক্সট্রাক্টর
  • ইমেইল ফাইন্ডার
  • ক্লিয়ার বিট
  • নেভার বাউন্স
  • ইমেইল টেস্টার
উপরের কয়েকটি টুলস এর নাম বললাম। এই কয়েকটি প্রাথমিক ধারনার জন্য। এই টুলস গুলোর মধ্যে কয়েকটা আছে মেইল কালেক্ট করার জন্য। আবার কয়েকটি আছে মেইল টেস্ট করার জন্যে। 


এখন আসুন কেন আমরা মেইল কালেক্ট করব? আমরা আগেই বলেছি লিড জেনারেশনের কাজ এর মধ্যে মেইল কালেক্ট করা প্রধান কাজ । 

আর সেই মেইল যদি ভেইল্ড কি আন ভেইল্ড তা তো অবস্যই  চেক করতে হবে। তাই মেইল কালেক্ট করা টুলস ব্যাবহার করে মেইল কালেক্ট করব , তারপর সেই মেইল আবার ভেইল্ড কি আন ভেইল্ড তা চেক করে বায়ার কে দিব।

এখন আমি আপনাদেরকে প্রথমে কি কি শিখতে হবে তা ধারাবাহিক ভাবে আলোচনা করব ইনশাল্লাহ।
 

১। ডাটা এন্ট্রি  :  

একটি কোম্পানি চালাতে ডাটা এন্ট্রি  করতে  হবে। ডাটা এন্ট্রি অনলাইন অফ লাইন দুভাবেই করা যায়। ডাটা এন্ট্রির জন্যে কোম্পানি লোক নিয়োগ করে। 

ডাটা এন্ট্রি কি?

ডাটা মানে তথ্য , আর এন্ট্রি মানে লিপিবদ্ধ করা । তাহলে ডাটা এন্ট্রি মানে কোনো কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করে কোনো ফাইলে লিপিবদ্ধ করা । 

আর এই কাজ অনলাইনে  বিভিন্ন দেশের কোম্পানি তারা নিজেরা না করে স্বল্প মূল্যে বাহির থেকে করে নেন। তারা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে এই সব কাজের অফার দিয়ে থাকেন। 

আর আমরা ডাটা এন্ট্রি এর কাজ শিখে সেই সব কাজে এপ্লাই করে কাজ নিয়ে , একটা ভালো এমাউন্ট এর টাকা পকেটে তুলতে পারব। 

ইমেইল রিসার্চ কি? 

কোনো কোম্পানি যখন তার বিজনেস গ্রো করবে , তখন অন্য কোম্পানির মালিক বা ম্যানেজার এর সাথে কন্টাক্ট করার প্রয়োজন হয়। আর এসব মালিক বা কোম্পানির যেকোনো পার্সোনের সাথে যোগাযোগ করতে ইমেইল এর প্রয়োজন হতে পারে।

আর এসব ইমেল সংগ্রহ করা হয় বিভিন্ন টুলস টেকনিক এর মাধ্যেমে।আর এই মেইল কালেক্ট করার বিভিন্ন কলা কৌশল কে ইমেল রিসার্চ বলে।
 
আর এই ইমেইল রিসার্চ এর জন্যে কোমপানি বা বায়ার অনলাইনে লোক খোজে। আপনার মত আমার মত হাজার হাজার ছেলে মেয়ে এই ইমেইল রিসার্চ এর কাজ শিখে অনলাইনে টাকা আয় করছেন।

এডমিন সাপোর্ট কি?

এডমিন সাপোর্ট কি এর জন্য আপনাকে একটা সুন্দর ভিডিও লিংক শেয়ার করলাম। আপনি দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ। এডমিন সাপোর্ট এর ভিডিও

ওয়েব রিসার্চ

ওয়েব রিসার্চ ইমেইল রিসার্চ এর মত। আপনি চাইলে ইউটিউবে সার্চ করে সুন্দর সুন্দর ভিডিও দেখে শিখতে পারবেন। এখানে চাইলে আমি লিখে বুঝাতে পারতাম। ওয়েব রিসার্চ টা ভিডিও দেখলে ই ভালো হবে। 
আমি আপনার ভালোর জন্যে বলতেছি। আমি আমার সাইটে লেখে দিলে আপনি পড়তেন। এতে আমারই ভালো হত। কিন্তু তা করলাম না। আপনাকে ভিডিও দেখার সাজেস্ট করতেছি।

আজ এই পর্যন্ত লিখলাম। পরবর্তিতে আমাদের এই সাইটে নিয়মিত পোস্ট করা হবে।্নতুন নতুন তথ্য পেতে   সাইটে থাকবেন।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ